নারায়ণগঞ্জে বিএনপির ৮০ নেতাকর্মীর আদালতে হাজিরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:০৬

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ নারায়ণগঞ্জের ৮০ নেতাকর্মী একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবউজ্জামাদের আদালতে হাজিরা দেন এসব নেতাকর্মী।

মামলায় আসামি পক্ষের আইনজীবী বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, মামলায় আসামি করা হয় ৮৭ জন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীকে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আবদু, আড়াইহাজার উপজেলা যুবদলের আহবায়ক জুয়েল হোসেন, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাভলু, সরফুদ্দিন সফু, আবদুল করিমসহ ৮০ জন মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছেন।

আগামী ২৬ নভেম্বর আজাদ, জুয়েল, অ্যাডভোকেট কামাল হোসেন ও ছাত্রনেতা সোহাগের হাজিরার দিন ধার্য করা হয়েছে এবং বাকি ৮৩ জনের ২৪ জানুয়ারি আদালত পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকজন বাধা দিলে সেখানে সংঘর্ষের ঘটনায় নজরুল ইসলাম আজাদকে প্রধান করে ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে একটি নাশকতার মামলা করে আড়াইহাজার থানা পুলিশ।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :