পাবনায় ডাকাত দলের সঙ্গে গোলাগুলিতে তিন পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:৩৮

পাবনার ঈশ্বরদীর পাকশীতে ডাকাত দলের সঙ্গে গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রায় আধাঘণ্টা গোলাগুলি শেষে সাব্বির হোসেন টনি ওরফে ডাকাত টনি নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে পাকশীর পদ্মা নদীর বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় একটি ধারালো চাকু ও দুই রাউন্ড গুলি উদ্ধার করলেও কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার সাব্বির হোসেন টনি পাকশীর রূপপুর নতুনপাড়া এলাকার মৃত রিয়াজুল ইসলামের ছেলে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হক জানান, গোলাগোলিতে ঈশ্বরদী থানার তিনজন সদস্য আহত হয়েছেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন জানান, কুষ্টিয়া পয়েন্ট দিয়ে নদী পথে ইয়াবার বড় চালান আসছে এ খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় পুলিশ ৪-৫ রাউন্ড পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে পালিয়ে যাওয়ার সময় টনিকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তার নিকট থেকে একটি ধারালো চাকু ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি বলেন, টনি সংঘবদ্ধ একটি ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি ডাকাতি মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :