কাকরাইল মসজিদে দুই পক্ষে হাতাহাতি

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ১৫:৪৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৭, ১৬:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তাবলিগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতে চলা বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। মসজিদে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।    

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম জানান, কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের একটি শুরা মিটিং ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

ওসি জানান, এখন পরিস্থিতি শান্ত আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাবলিগ জামাতে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে বেশ কয়েক বছর ধরে। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন ওয়াসিফুর রহমান; আরেকটি গ্রুপের নেতৃত্বে আছেন মাওলানা জুবায়ের। মূলত আলেম ও সাধারণ শিক্ষিতদের মধ্যে নেতৃত্ব নিয়ে এই দ্বন্দ্বের শুরু। এর আগেও বিভিন্ন সময় কাকরাইলে উত্তেজনা দেখা দেয়।

এই বিরোধ নিষ্পত্তির জন্য দেশের শীর্ষ আলেমরা চেষ্টা অব্যাহত রেখেছেন। গত শনিবার রাজধানীর উত্তরায় এ ব্যাপারে শীর্ষ আলেমদের একটি সমাবেশও হয়েছে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/জেবি)