রাজেন্দ্রপুর সেনানিবাসে যুদ্ধ মহড়া

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৭:৩২

মিলিশিয়াদের দমনে জাতিসংঘের শান্তিরক্ষীদের যেসব পদ্ধতি অবলম্বন করা হয়, তার ওপর ভিত্তি করে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে যুদ্ধকালীন মহড়া। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট (বিপসট)-এ মহড়া উপভোগ করেন ঢাকাস্থ ইন্দোনেশিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত রিনা সিওমারনো, পাকিস্তান দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল কামরান নাজির মালিক, নেপাল দূতাবাসের মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সাগর বাহাদুর কেসি, যুক্তরাজ্য দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে লেফটেনেন্ট কর্নেল ডেভিড ডমিনিক স্পেন্সারসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক বাহিনীর কর্মকর্তারা।

এর আগে অতিথিদের স্বাগত জানান বিপসটের কমান্ডেন্ট মেজর জেনারেল এনায়েত উল্লাহ।

মালি, কঙ্গো, দক্ষিণ সুদানসহ বিশ্বের ছয়টি দেশে চলছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের কার্যক্রম। এসব দেশে পরিচালিত শান্তি মিশনে স্থানীয় মিলিশিয়াদের দমনে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে যেসব বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটি এ মহড়ার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

হেলিকপ্টার, সাঁজোয়া যান, ট্যাঙ্ক, মোটরবাইকসহ নানা সমরাস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী মহড়ায় সেনাসদস্যসহ সহস্রাধিক বিভিন্ন বয়সের বেসামরিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :