২৫ ফুট সুড়ঙ্গ কেটে ব্যাংকের টাকা-গহনা লুট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৭:৫২

টানা দু’দিন বন্ধ থাকার পর সোমবার ব্যাংক খুলতেই তাজ্জব হয়ে যান কর্মীরা। লকার রুমের অনেকগুলো লকার ভাঙা। আর মেঝেতে একটা বড়সড় গর্ত। কীভাবে এল এই গর্ত? গর্তের উৎস খুঁজতে গিয়েই চোখ কপালে মুম্বাই পুলিশ কর্মকর্তাদের।

পাঁচটি দোকানের নিচে দিয়ে ২৫ ফুট লম্বা সুড়ঙ্গ কেটে ব্যাংকে ঢুকে ৩০টি লকার ভেঙে ৪০ লাখ রুপির সমমূল্যের টাকা-গহনা লুট করেছে ডাকাতেরা।

শনি ও রবিবার বন্ধ থাকার পর সোমবার ব্যাংক খুলতেই ওই বিষয়টি নজরে পড়ে কর্মচারীদের। ঘটনাটি ঘটেছে নভি মুম্বাইয়ের ব্যাংক অব বরোদার জুইনগর শাখায়। পুলিশ এই ডাকাতির ঘটনার তদন্ত করছে। এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শুক্রবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে রবিবারের মধ্যে এই ডাকাতি ঘটেছে। কারণ শনি এবং রবিবার ব্যাংক ছুটি ছিল। সোমবার ব্যাংকের লকার রুমে ঢুকে নিরাপত্তারক্ষীরা দেখেন, ২২৫টি লকারের মধ্যে ৩০টি লকার ভাঙা। গয়না এবং নগদ টাকা উধাও সেগুলো থেকে।

পুলিশ জানিয়েছে, এই সুড়ঙ্গটা ২৫ ফুট লম্বা। যারা ডাকাতি করেছে, তারা মে মাস থেকে ব্যাংকের কাছেই একটি দোকান ভাড়া নিয়ে থাকত। ব্যাংকের ওপরে নজর রাখার জন্যই তারা এই দোকানটি ভাড়া নিয়েছিল। সেই বাড়ি থেকেই সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে তারা। পাঁচ-পাঁচটি দোকানের নিচে দিয়ে সেই সুড়ঙ্গ গিয়ে ওঠে সোজা ব্যাংকের লকার রুমে।

পুলিশ জানিয়েছে, মাটির নিচে দিয়ে সুড়ঙ্গ কেটে, পাঁচটি দোকান পেরিয়ে ঠিক ব্যাংকের লকারে যাওয়াটা মোটেই সহজ ব্যাপার নয়। মাটির নিচের এবং একই সঙ্গে ব্যাংকের ভিতরের ম্যাপটাও তাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। যারা এই কাজে যুক্ত, তারা কোনও ভাবে ব্যাংকের সঙ্গে যুক্ত কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরান-ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে: এরদোয়ান

ইসরায়েলকে ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :