বাংলাদেশে ১৩ বছর কারাবাস শেষে তিন ভারতীয়কে হস্তান্তর

মহিউদ্দিন মিশু, আখাউড়া থেকে
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৭:৫৭

আনন্দের ছলে বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘুরতে এসে প্রায় ১৩বছর কারাভোগের পর নিজ দেশে ফিরে গেলেন তিন ভারতীয় নাগরিক।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট সীমান্ত পথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট সীমান্তের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পেয়ার হোসেন ঢাকাটাইমসকে জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার রাজনগর গ্রামের রেনু ত্রিপুরার ছেলে ঋতং ত্রিপুরা, একই এলাকার সুভল ত্রিপুরার ছেলে সঞ্জিত কুমার ত্রিপুরা এবং রাজ্যের আগরতলার পৌরশহরের লেচি দেব বর্মণের ছেলে নয়ন দেব বর্মণ তিনজন বন্ধু।

২০০৪ সালের ২৪ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা সীমান্ত এলাকা ঘুরতে আসেন। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি টহল জওয়ানদের হাতে আটক হন তারা। এ ঘটনায় কমলগঞ্জ সিপি ক্যাম্পের বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করেন। পরে মৌলভীবাজার আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রত্যেককে ৬বছর করে সাজা দেন।

মৌলভীবাজার কারাগার সূত্র জানায়, ভারতীয় সাজাপ্রাপ্তরা ৬বছর পর মুক্তি পান। কিন্তু রাষ্ট্রীয় অনুমোদন না থাকায় পরবর্তীতে মুক্তিপ্রাপ্ত কারাবন্দি হিসাবে মৌলভীবাজার কারাগারে তাদেরকে কারাভোগ করতে হয়। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে চলতি মাসের ৮নভেম্বর নিজ দেশে ফিরে যাওয়ার অনুমোতি পান ওই ভারতীয় বন্দিরা।

মঙ্গলবার দুপুরে ভারতের তিন নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা কারাগার কর্তৃপক্ষ আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তুলে দেন। পরে দুপুর পৌনে তিনটার দিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (ওসি) নয়ন জ্যোতি চাকমার কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

এ সময় আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পেয়ার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন ২৫-ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চেকপোস্ট ক্যাম্প কমান্ডার মো. দেলোয়ার হোসেন, মৌলভীবাজার থানার সহকারী পুলিশ পরিদর্শক আহম্মদ আলী, ত্রিপুরা ১৬৮বিএসএফ কোম্পানি কমান্ডার আজাদ সিং, আগরতলা ইমিগ্রেশন কর্মকর্তা কানাই লাল দাস প্রমুখ।

আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে আগরতলা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি নয়ন জ্যোতি চাকমা ঢাকাটাইমসকে বলেন, আইনি প্রক্রিয়ার পর তাদের প্রত্যেককে নিজ নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। (ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :