চুয়াডাঙ্গায় জেএসসি পরীক্ষার্থীদের মারধর, আহত ৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৯:২২

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরিক্ষার্থীসহ সাতজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিতুদহ গ্রামবাসীর বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার তিতুদহ গ্রামে এ ঘটনা ঘটে।

গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলে তার শিক্ষার্থীরা সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃষি শিক্ষা পরীক্ষা শেষ করে আলমসাধুযোগ গিরিশনগরে ফিরছিলো। পথিমধ্যে তিতুদহ গ্রামের লোকজন আলসাধু গতিরোধ করে শিক্ষার্থীদের নামিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এসময় শিক্ষক শাহ আলমসহ ৭ জন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতাল প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাসায় ফিরেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরেই মুলত এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৬ শিক্ষার্থী ও ১জন শিক্ষক আহত হয়েছেন। এ ব্যাপারে জাহাঙ্গির নামে এক অভিভাবক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :