নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় আটোচালক নিহত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৯:২৩

নেত্রকোণার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তার নাম আনোয়ার (৩২)। এ ঘটনায় ট্রাক চালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে কেন্দুয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালক হচ্ছেন- উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচঁহার গ্রামের আব্দুল গনির ছেলে অটোরিকশাচালক শহিদুল ইসলাম (৪৫)। তিনি ইউনিয়নের সেহড়া গ্রামের ব্যাটারি চালিত অটোরিকশা চালক।

আটকেরা হচ্ছেন- নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ট্রাক চালক মো. বশির (৪৫) ও কেন্দুয়া উপজেলার নওপাড়া

কেন্দুয়া থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, শহিদুল ইসলাম বাসষ্ট্যান্ডে তার সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা শহিদুলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে চলন্ত ট্রাকের সাথে ধাক্কা খান। এতে গুরুতর আহত হন শহীদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘো করেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :