পাকুন্দিয়ার ‘শৈলজানী’ গ্রাম হবে দারিদ্র্য ও বেকারমুক্ত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৯:৫০

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের শৈলজানী গ্রামকে দারিদ্র্য ও বেকার মুক্তকরণে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে এক উঠান বৈঠক হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদ শৈলজানী দক্ষিণপাড়া গ্রামে এ উঠান বৈঠক হয়।

ইউপি চেয়ারম্যান মো. শামছ উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ।

এই উঠান বৈঠকে শৈলজানী গ্রামের ৪৬০টি পরিবারকে দারিদ্র্য ও বেকার মুক্তকরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গবাদিপশু মোটা তাজাকরণ, হাঁস-মুরগি পালন, পোল্ট্রি, মৎস্য ও কৃষি খাতে ঋণ প্রদান এবং হাতেকলমে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :