খুলনায় জামায়াত-শিবিরের ৩ কর্মী আটক

ব্যুরো প্রধান, খুলনা
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ১৯:৫০

কেন্দ্রীয় শিবিরের সভাপতি ইয়াসির আরাফাত স্বাক্ষরিত চাঁদা আদায়ের রশিদ, জেহাদি বইসহ খুলনায় তিনজন জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার দৌলতপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- দৌলতপুর দেয়ানা মধ্যপাড়া এলাকার জিয়াউর রহমান চৌধুরী ওরফে বনি, তরিকুল ইসলাম ও রুহুল আমিন।

এছাড়া মামলায় পলাতক দুই আসামি হলেন- দৌলতপুর দেয়ান মধ্যপাড়া এলাকার আবু সাইদ ও মাহামুদ খান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দৌলতপুর দেয়ানা মধ্যপাড়া এলাকার জিয়াউর রহমান চৌধুরী ওরফে বনির মেসে নাশকতার উদ্দেশ্যে ১৫/১৬ জন জামায়াত-শিবির কর্মী মিটিং করছে এমনই গোপন সংবাদে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে তল্লাশি করে কেন্দ্রীয় শিবিরের সভাপতি ইয়াসির আরাফাত স্বাক্ষরিত চাঁদা আদায়ের রশিদ ও বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এসআই চিন্ময় দাস বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :