ধর্মনিরপেক্ষ শব্দটাই সবচেয়ে বড় মিথ্যা: যোগী আদিত্যনাথ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ২১:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টভাবে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি লেখা রয়েছে। এ বার সেই শব্দটিকেই সরাসরি আঘাত করলেন বিজেপি নেতা।

সোমবার বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ধর্মনিরপেক্ষ শব্দটিকে সবচেয়ে বড় মিথ্যা বলে মন্তব্য করেন। যা শুনে কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

গতকাল ছত্রিশগড়ের রায়পুরে একটি সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন আদিত্যনাথ। সেখানে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন যোগী। মোদি-শাসিত দেশকে ‘রামরাজ্য’ বলে মন্তব্য করেন তিনি।

ওই মঞ্চেই ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে নাম না করে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করতে গিয়ে আদিত্যনাথ বলেন, ‘আমি বিশ্বাস করি, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় মিথ্যাই হল ধর্মনিরপেক্ষতা। যারা এই শব্দ প্রয়োগ করেন দেশবাসীর কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। কারণ, কোনও সিস্টেমই ধর্মনিরপেক্ষ হতে পারে না।’

যোগীর এই মন্তব্যের পর তাকে লক্ষ্য করে তোপ দেগেছে কংগ্রেস।

কংগ্রেস নেতা কপিল সিব্বল টুইটারে কটাক্ষ করে লেখেন, ‘যোগী আদিত্যনাথ বলেছেন, ধর্মনিরপেক্ষতা হল একটি মিথ্যা এবং মোদি সরকারের আমলে দেশ রামরাজ্য হয়ে উঠেছে। আসলে এই সত্যিটাই সবচেয়ে বড় মিথ্যা।’

আদিত্যনাথের দাবি, ৫৫ বছরের কংগ্রেসি শাসনে দেশে তোষণের রাজনীতির বাড়বাড়ন্ত হয়েছে।

তিনি বলেন, ‘রাজনৈতিক স্বার্থপূরণের জন্য কংগ্রেসি জমানায় সন্ত্রাসবাদ, নকশালবাদ এবং বিচ্ছিন্নতাবাদের জন্ম হয়েছে। কংগ্রেসের নীতির জন্য দেশবাসীকে এখনও মূল্য চোকাতে হচ্ছে।’

তবে কংগ্রেসি জমানার সমালোচনায় মুখর হলেও মোদি সরকারের ‘রামরাজ্যে’ দেশের উন্নয়ন হয়েছে বলে দাবি আদিত্যনাথের।

তিনি বলেন, ‘ধর্ম, বর্ণ বা জাতির কোনও ভেদাভেদ করে না বিজেপি। গোটা দেশই একটা পরিবারের মতো বলে মনে করি আমরা।’

আদিত্যনাথের এই মন্তব্য নিয়ে যদিও বিজেপি-র তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসআই)