সিনহার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ২১:৫১ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৭, ২২:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) পদত্যাগপত্র গ্রহণের পর পরবর্তী ব্যবস্থা নিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ঢাকাটাইমসকে এ তথ্য জানান।

এর আগে সকালে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট কাগজপত্র আজই আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হবে।’

গত ১৩ অক্টোবর বিদেশে যান বিচারপতি এস কে সিনহা। ছুটি শেষে ৯ নভেম্বর কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দেন তিনি। পরদিন ১০ নভেম্বর পদত্যাগপত্রটি বঙ্গভবনে এসে পৌঁছে বলে নিশ্চিত করেন রাষ্ট্রপতির প্রেসসচিব।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এমএম/জেবি)