চুয়াডাঙ্গায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৭, ২২:৫৪

চুয়াডাঙ্গার জীবননগরের রাজাপুর সীমান্তে কবির হোসেন নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জীবননগর থানায় মামলা দায়েরর বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন- জীবননগর উপজেলার রাজপুর গ্রামের বাকা হুজুরের ছেলে জহুরুল ইসলাম (৪৫), সনে মন্ডলের ছেলে জিয়ারুল (৫৫), আব্দুল বারীর ছেলে বাশার (৩৪), মানিকপুর গ্রামের হোসেন দপ্তরীর ছেলে ঠান্ডু (৫৫) ও গফুরের ছেলে শরিফ (২৫)।

পুলিশ জানায়, নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও ৭/৮ জনকে অজ্ঞাত করে জীবননগর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম জানান, সীমান্তে চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর সীমান্তের ভারতীয় অংশে বাংলাদেমি কবিরকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বত্তরা। পরে এলকাবাসী উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :