আজ ইতালিতে দেখানো হবে ‘ঢাকা অ্যাটাক'

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ১১:৫৬

দীপংকর দীপন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’তার বিশ্ব সফর অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় ছবিটি এবার মুক্তি পাচ্ছে ইতালির ভারেজের গালারাতে । আজ বুধবার গালারাতের Via-Don Minzoni -5 ‘Teatro delle arti’- তে স্থানীয় সময় বিকাল ৫ টায় দেখা যাবে বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’।

গত ৬ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাওয়া ‘ঢাকা অ্যাটাক’চলছে দেদারছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড। পরিবেশনা করছে দি অভি কথাচিত্র।

ইতিমধ্যেই চলতি বছরের সেরা ব্যবসাসফল ছবির তকমা পেয়ে গেছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক। রাজধানী ঢাকায় একাধিক খুন ও বোমা বিস্ফোরণের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবস্থান চিত্রিত হয়েছে ছবিটিতে।

এর বিভিন্ন চরিত্রে আরিফিন শুভ এবং মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম(স্বরাষ্ট্রমন্ত্রী), নায়ক আলমগীর(আইজিপি), আফজাল হোসেন(ঢাকার পুলিশ কমিশনার), এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা এবং শিপন মিত্র প্রমুখ।

ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :