মাদক থেকে দূরে থাকার আহ্বান মাশরাফির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:৫০ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ১৪:০৫

তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘মাদকাসক্তদের অবজ্ঞা করে তাদের দূরে সরিয়ে না দিয়ে তাদের কাছে টানতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করে তুলতে হবে।’

বুধবার সকালে রাজধানীর বারিধারায় প্রত্যয় মেডিকেল ক্লিনিকের মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাশারাফি বলেন, একজন ব্যক্তির মাদকাসক্তির ফলে শুধু তার পরিবার নয় দেশও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এটা একটা ভাইরাসের মত। সবখানে এটি ছড়িয়ে পড়েছে। এজন্য চাই সচেতনতা।’

জাতীয় ক্রিকেট দলের এই কান্ডারি বলেন, আমাদের তরুণ খেলোয়ারা বিশ্বের কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। অন্যান্য ক্ষেত্রেও তরুণরা ভালো করছে। অথচ দেশে মাদকাসক্তদের বড় একটা অংশ তরুণ। তাই আমাদের সকলের উচিত এদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা। প্রয়োজনীয় কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের সুস্থ করে তুলতে হবে।’

তরুণ এই ক্রিকেটার বলেন, ‘আমি চেষ্টা করবো একজন মাদকাসক্তকে হলেও সুস্থ জীবনে ফিরিয়ে আনবো। পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আইন করে হয়তো দেশে মাদক চোরাচালান বন্ধ করা সম্ভব। কিন্তু মাদক সেবন বন্ধ করা সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকের বিরুদ্ধে সচতনতা গড়ে তুলতে হবে।

আইন মন্ত্রী আরও বলেন, ‘শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অধিকাংশ দেশেই মাদক একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল তরুণদের করার কিছু ছিল না, তাই তারা হতাশ হয়ে মাদক নিত। কিন্তু এখন তরুণদের অনেক কিছু করার আছে। তাই তাদের মাদক থেকে দূরে থেকে সৃষ্টিশীল কাজে নিজেদের নিয়োজিত রাখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিফ কন্সালট্যান্ট ড. সৈয়দ ইমামুল হোসেন এবং প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক।

অনুষ্ঠানে ‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’স্লোগানটি দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিয়ে মাদকের বিরুদ্ধে গণআন্দোলনের আহ্বান জানানো হয়।’

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :