‘প্রতিশোধ নিতে চেয়েছিলাম, নাসিমকে খুন করতে চাইনি’

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ১৭:৪৯
খুন হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম

বিপিএল নিয়ে বাজি ধরাকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসিফ শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই এসএম কামরুল হাসান সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে মঙ্গলবার কুমিল্লা থেকে গ্রেপ্তারকৃত আসিফকে বুধবার আদালতে হাজির করা হয়।

এদিকে রিমান্ড শুনানিকালে আসিফের পক্ষে আইনজীবী না থাকায় বিচারক জিজ্ঞাসায় আসিফ জানান, ঘটনার আগের দিন (৫ নভেম্বর) তিনি ক্যারাম খেলে বের হচ্ছিলেন। ওই সময় নাসিমসহ তার তিন বন্ধু মাতাল অবস্থায় তাকে মারধর করায় মাথা দিয়ে রক্ত বের হয়। ঘটনার দিন সকাল ৭টা ২০ মিনিটে বাসা থেকে বের হন। তার ইচ্ছা ছিল নাসিম তাকে যেভাবে মেরেছেন সেভাবে মারবেন। সেই পরিকল্পনা নিয়ে বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলিতে অবস্থান নেন। সেখানে নাসিমের সাথে প্রথমে ধস্তাধস্তি হয়। নাসিম প্যান্ট ধরে আটকে রাখেন এবং তা ছিঁড়ে যায়। একপর্যায়ে তিনি উলঙ্গ হয়ে যান। ওই কারণে নাসিমকে ছুড়ি দিয়ে আঘাত করেন। তিনি নাসিমকে হত্যা করতে চাননি। একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বলে আদালতকে জানান।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :