ভারতে পাচারকালে সোয়া লাখ টাকার নতুন নোট জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৭:৫৪ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ১৭:৫২

ভারতে পাচারকালে যশোরের বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ড এলাকা থেকে বুধবার সকালে ১ লাখ ৩২ হাজার টাকার বাংলাদেশি দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোন পাচারকারীকে আটক যায়নি।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকার দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোট ভারতে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দুটি স্কুল ব্যাগ জব্দ করে। পরে ওই ব্যাগ থেকে দুই টাকা ও পাঁচ টাকার নতুন নোটের এক লাখ ৩২ হাজার টাকা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। জব্দ টাকা পোর্ট থানায় জমা দেয়া হবে।

জানা যায়, এর আগেও এ পথে ভারতে পাচারের সময় একাধিকবার বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণ নতুন নোট জব্দ হয়েছে। তবে এ দুই ও পাঁচ টাকার নোট কী কারণে ভারতে পাচার হচ্ছে- তা জানা সম্ভব হয়নি।

(ঢকাটাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :