পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে চুয়াডাঙ্গা পৌর মেয়র

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ১৮:২২

চুয়াডাঙ্গা রেল-স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা স্টেশনের প্লাটফরমে এই অভিযান চালানো হয়।

এবার হাতে ঝাড়ু নিয়ে পৌর মেয়র নিজেই নেমে পড়েছেন পরিচ্ছন্নতার কাজে। পরিচ্ছন্নতার অভিযানে তার সাথে ছিলেন শতাধিক স্কুল-কলেজ শিক্ষার্থী।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার আনোয়ার সাদাত জানান, স্টেশনের প্লাটফরম প্রতিদিন পরিষ্কার করা সম্ভব নয়। ফলে নোংরা আর্বজনা স্টেশনে থেকেই যায়। স্টেশনে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার এই উদ্যোগ প্রশংসনীয়। এই অভিযান আগামী দিনগুলোতেও আব্যহত থাকলে সাধারণ যাত্রীরা উপকৃত হবে।

চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বলেন, সরকারি উদ্যোগে কমিউনিটি সাপোর্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির উদ্যোগেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। রেল স্টেশনের পরিবেশ ফিরিয়ে আনতে সাপোর্ট কমিটির উদ্যোগে ধারাবাহিক এই কার্যক্রম অব্যাহত থাকবেও বলে জানান তিনি।

সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চিরচেনা নোংরা ও আর্বজনা পরিবেশ থেকে অভিযান চালিয়ে স্টেশনকে পরিষ্কার করা হয়।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :