দৈনিক পূর্বকোণ সম্পাদকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৯

চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বুধবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ এশা চট্টগ্রামের নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে রাউজান উপজেলা সদরের হাজীবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তসলিমউদ্দিন চৌধুরী দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও মরহুমা জহুরা বেগম চৌধুরীর বড় ছেলে। তাঁর অপর দুই ভাইয়ের মধ্যে জসিম উদ্দিন চৌধুরী দৈনিক পূর্বকোণের প্রকাশক ও পরিচালনা সম্পাদক এবং ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মরহুম তসলিমউদ্দিন চৌধুরী ১৯৫৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, চট্টগ্রামের কৃতি সন্তান, স্থপতি ও দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে দেশ একজন নিবেদিত সাংবাদিককে হারালো। তিনি চট্টগ্রাম তথা বাংলাদেশের সংবাদপত্র জগতে তার মেধা ও সৃজনশীলতার উজ্জল স্বাক্ষর রেখেছেন। তার মৃত্যু দেশের সংবাদপত্র জগতের জন্য একটি অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হবার নয়।

এদিকে তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মরহুম তসলিমউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা করেন এবং তাঁর পরিবারের শোকসন্তুপ্ত সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :