রাজীবকে ‘ভুলে গেছে’ বিএনপি

বোরহান উদ্দিন, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২৩:৪৯ | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ২১:০১

মৃত্যুর পর বারো পর্যন্ত বছর দলটির সাবেক নেতা অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের স্মরণে অনুষ্ঠান করলেও ১৩তম বছরে এসে তা বাদ দিয়েছে বিএনপি। এই বিষয়টিতে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত দলটির সমর্থকরা অনেকটাই নাখোশ।

চলচ্চিত্রের খলচরিত্রে অভিনয় করা শক্তিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব অভিনয়ের পাশাপাশি জড়িত ছিলেন বিএনপির রাজনীতিতে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন রাজীব। পরে সংগঠনের সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাসাসের সভাপতি ছিলেন।

২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান রাজীব। এরপর থেকে প্রতিবছরই জাসাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুবার্ষিকী পালনসহ নানা কর্মসূচি পালন করা হতো। কিন্তু চলতি বছর তার সংগঠন জাসাস অথবা বিএনপি কারো পক্ষ থেকেই কোনো কর্মসূচি পালন না হওয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নানাভাবে সমালোচনা করছেন। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিতে দেখা গেছে।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন ওয়াসিমুল বারী রাজিব। চিত্রপরিচালক কাজী হায়াতের খোকন সোনা নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন রাজীব। ২০০৪ সালের ১৪ নভেম্বর রূপালী পর্দার শক্তিমান এ অভিনেতা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। সে হিসেবে মঙ্গলবার তার ১৩তম মৃত্যুবার্ষিকী ছিল।

প্রতি বছর ১৪ নভেম্বর ছোট হোক বা বড় পরিসরে জাসাসের পক্ষ থেকে ওয়াসিমুল বারী রাজিবকে স্মরণ করে মিলাদ মাহফিল ও স্মরণ সভা হতো। এবার কেন হলো না এমন প্রশ্নে জাসাসের কেন্দ্রীয় সভাপতি মামুন আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘গতকাল সংগঠনের সাবেক সভাপতি ওয়াসিমুল বারী রাজিব ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল। কিন্তু আমাদের অন্য দুটি প্রোগ্রাম নিয়ে অ্যানগেজড থাকায় করতে পারিনি। আমরা খুব ভালো করে করতে চাই। বিষয়টি আমরা খুবই কনসার্ন। তবে তার জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া সবসময় আছে এবং থাকবে।’

নির্ধারিত সময়ে সবসময় রাজীবের মৃত্যুবার্ষিকী পালন করা হতো জানিয়ে জাসাসের সাবেক সভাপতি আব্দুল মালেক ঢাকাটাইমসকে বলেন, ‘এটা নৈতিকতাবিরোধী কাজ হলো। কারণ এই কর্মসূচি পালনের ধারাবাহিকতায় কখনো ছেদ পড়েনি।’

রাজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি বা জাসাস কারো পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার ফেসবুকে একটি পোস্ট দিয়ে আক্ষেপ প্রকাশ করেন।

তুষার লিখেন, ‘আমি ভীষণ মর্মাহত, বিস্মিত ও লজ্জিত রাজীব ভাই, প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন। আপনার অসামান্য অবদান বা দলের প্রতি আপনার কন্টিভিশন ভুলেই গিয়েছি হয়তো!’

‘আলোচনা সভা করাতে কিংবা স্মরণ সভা হওয়া বা না হওয়াতে রাজীব ভাইয়ের কিছু যাবেও না কিছু আসবেও না। অন্ততপক্ষে লেখাটা পড়ার পর রাজীব ভাইয়ের জন্য মহান আল্লাহর দরবারে সবাই দোয়া করবেন। আবারও ক্ষমা চাই রাজীব ভাই আপনার জন্য আনুষ্ঠানিকতার মাধ্যমে কিছুই করতে পারলাম না।’

ঢাকাটাইমসকে জাসাসের সিনিয়র সহ-সভাপতি ও অভিনেতা বাবুল আহমেদ বলেন, ‘রাজিব ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালন করা হলো না। আমি নিজে ক্যান্সারের রোগী। ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন তারপরও বলি, আর কত যোগ্য লোককে এইভাবে সবাই ভুলে যাব?’

বর্তমান কমিটিতে থাকলেও শীর্ষ নেতৃত্বের প্রতি অভিযোগের তীর ছুঁড়ে বাবুল বলেন, ‘যদি আপনি উচ্ছিষ্ট দিয়ে রাজনীতি করাতে চান তাহলে এমনটাই হবে। কিন্তু রাজীব সাহেবের মৃত্যুবার্ষিকী পালন হবে না, কারণ দেখিয়ে বিলম্বে করার কথা বলা হবে এটা মানা যায় না।’

বিষয়টি নিয়ে কথা বলতে জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খানকে ফোন করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।

জাসাসের সাবেক সভাপতি আব্দুল মালেক ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা তো সবসময় দোয়া করেছি। তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু এবার কেন হলো না সেটা বর্তমান কমিটির লোকজন বলতে পারবেন। তবে হচ্ছে কি দিনে দিনে আমাদের মধ্যে মায়া-মহব্বত কমে যাচ্ছে। আমরা পূর্বসূরিদের ভুলে যাবো এটা তো এক ধরনের ধৃষ্টতা।’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর কাছে জানতে চাইলে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘ওয়াসিমুল বারী রাজীব শুধু একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন না। তিনি বিএনপির একনিষ্ঠ ও ত্যাগী কর্মী ছিলেন। আমি ঠিক জানি না কী কারণে তার ‍মৃত্যুবার্ষিকী পালন করা হয়নি। তবে জাসাসের যারা আছেন তাদের বিষয়টি সিরিয়াসলি নিয়ে বিলম্বে হলেও কর্মসূচি পালন করা উচিত।’

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/বিইউ/ডব্লিউবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :