আন্তর্জাতিক টেনিসে বৈরী আবহাওয়ার বাগড়া

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ২১:৫৪

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের মেইন ড্র এর খেলায় বাগড়া দিয়েছে বৈরী আবহাওয়া। আকাশে সূর্য না থাকায় এবং হালকা বৃষ্টির কারণে বুধবার ২২টি খেলা পরিত্যক্ত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে মাত্র পাঁচটি খেলা।

জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক এককের এসব খেলায় ভারতের রিশব শর্মা সে দেশেরই সুভাব পরমাসিভামকে ৬-২, ৬-২ সেটে এবং অরিয়ন জাভেরি বুপাঠি শক্তি ভেলকে ৬-১, ৭-৫ সেটে হারিয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের নিখিল নিরঞ্জন ভারতের কেভিন প্যাটেলকে ৬-২, ৬-০ সেটে ও ঋষিকৃষ্ণ আয়াপন মালোশিয়ার নওফল সিদ্দিক কামারুজ্জামানকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছে। আর হংকংয়ের চাকলাম কোলেমান ভারতের কুশান শাহকে ৬-০, ৬-১ সেটে হারিয়ে মেইন ড্র এর দ্বিতীয় রাউন্ডে স্থান করে নিয়েছেন।

রাজশাহী আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের পরিচালক নুর ইসলাম তুষার জানান, বৃহস্পতিবার আবহাওয়া ভালো থাকলে মেইন ড্র এর খেলা শুরু হবে। আর পরিত্যক্ত হওয়া খেলাগুলোর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন পরিত্যক্ত খেলাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরআর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :