৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে ফরিদপুরে নানা কর্মসূচি

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ২২:৫৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আগামী ২৫ ডিসেম্বর দেশব্যাপী র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসকল কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিরেক্টর (প্রশাসন) কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে প্রস্তুতিমূলক সভা করেন।

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, কোতয়ালি আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামছুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, সদর সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এসবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :