২৬ জনকে কামড়ানো শিয়ালকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১০:৩৪

ময়মনসিংহে কমপক্ষে ২৬ জনকে কামড়িয়ে আহতকারী শেয়ালটিকে পিটিয়ে মেরেছে জনতা। বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে শেয়ালটিকে হত্যা করে বিক্ষুব্ধরা।

এর আগে বুধবার বিকালে সদর ও ফুলবাড়ীয়া উপজেলার সীমান্তবর্তী কাতলাসেন গ্রামে ওই শেয়ালের কামড়ে কমপক্ষে ২৬ জন আহত হন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পরে আহতদের ময়মনসিংহ শহরের সূর্যকান্ত (এসকে) হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেয়ালটি অতর্কিত বাড়িতে ঢুকে পড়ে। এরপর বাড়ির লোকজন নারী-পুরুষ ও শিশুদের নাকে-মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। এ সময় আহতদের ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে শেয়ালকে ধাওয়া করেন। শিয়ালটি পালিয়ে যায়। এলাকাবাসী শেয়ালটিকে ধারতে মাইকিং করে। একপর্যায়ে ফুলবাড়ীয়া উপজেলার ইচাইল বাজার এলাকায় মানুষকে আক্রমণকারী শেয়াল ধরা পড়ে। স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করে। এলাকাবাসীর ধারণা, শেয়ালটি পাগল ছিল।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এমডি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :