ঝিলমিলে সুলভে মিলবে ফ্ল্যাট: পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৫:২১

গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, ‘ঢাকায় জনসংখ্যার তুলনায় আবাসনের ব্যবস্থা খুব একটা ভালো নয়। আবাসন মানুষের জন্মগত অধিকার। যাদের ঢাকায় কোনো নিজস্ব জমি নেই কেবল তারাই এখানে ফ্ল্যাট কিনতে পারবেন। এখানে ফ্ল্যাটের দাম বেশ সহনীয় রাখা হয়েছে, যাতে সবাই সহজেই ফ্ল্যাট কিনতে পারে।’

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডেভেলপমেন্ট অব ঝিলমিল পার্ক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং মালয়েশিয়ার প্রাইভেট পার্টনার বিএনজি গ্লোবাল হোল্ডিং এসডিএন বিএইচডি অ্যান্ড কনসর্টিয়ামের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘ঝিলমিল প্রকল্পের মধ্য দিয়ে আমরা এ দেশে সর্বপ্রথম ইন্ড্রাস্ট্রিয়ালাইজড বিল্ডিং সিস্টেম চালু করতে যাচ্ছি। এই প্রকল্পের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ‘সকলের জন্য আবাসন’ বাস্তবায়নের স্বপ্ন একধাপ এগিয়ে যাবে।’

মোশাররফ হোসেন বলেন, ‘সবার জন্য আবাসনের ব্যবস্থা করা রাষ্ট্রের প্রতি নাগরিকদের অধিকার রয়েছে। আবাসনের অধিকার মানুষের জন্মগত অধিকার। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে।’

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এই প্রকল্পে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম রাখা হয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা। এছাড়াও ঝিলমির প্রকল্পের আওতায় ৮৫টি সুউচ্চ ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে ৬০টি হবে ২০ তলা ও ২৫টি ২৫ তলা ভবন গড়ে তোলা হবে। ২০১৮ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালের ডিসেম্বরে।

এছাড়াও আগামী বছর মার্চের মধ্যে পূর্বাচলে ৭০ হাজার ফ্ল্যাট নির্মাণের জন্য টেন্ডার ডাকা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, ‘এই ধরনের ফ্ল্যাট ব্যবস্থা মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বেশ জনপ্রিয়। আর এটি আমার এলাকা কেরানীগঞ্জে হওয়ায় আমার মতো খুশি আর কেউ হতে পারেনি।’ তবে এই অ্যাপার্টমেন্ট তৈরি হওয়ার পরও ফ্ল্যাটে গ্যাস সংযোগ থাকবে না বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এসও/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :