রংপুরের ঘটনায় ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৭, ১৫:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রংপুরে হিন্দুবাড়িতে হামলার ঘটনায় ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ভিডিও ফুটেজ ও সেখানকার কিছু ছবি দেখে যাদের শনাক্ত করা যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সম্মেলন কক্ষে বিজয় দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেয়া জাতীয় কর্মসূচি বাস্তবায়নে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রংপুরের সহিংস ঘটনায় আমরা চেষ্টা করছি নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে গ্রেপ্তার না হয়। আমরা গণগ্রেপ্তার বা ঢালাওভাবে গ্রেপ্তার করছি না। ভিডিও ফুটেজ ও সেখানকার কিছু ছবি দেখে আমরা যাকে শনাক্ত করতে পারছি তাদের গ্রেপ্তার করছি।’

ওই ঘটনায় গ্রেপ্তার টিটু রায় যে মেঠোফোনটি ব্যবহার করতেন তার মাধ্যমে একটি আপত্তিকর ছবিসহ একটি কোটেশন বের হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ওই কোটেশনকে সূত্র ধরেই হামলার ঘটনাটি ঘটেছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘টিটু রায় ওই এলাকায় থাকতেন, কিন্তু চার-পাঁচ বছর আগে থেকে সেখানে থাকেন না। এই বিষয়গুলো থেকে বোঝা যাচ্ছে এটি বড় ধরনের একটি ষড়যন্ত্র ছিল। তারপরও তদন্তের আগে অফিসিয়ালি কিছু বলতে পারছি না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরে গৃহীত সিদ্ধান্তগুলো উল্লেখ করে অগ্রগতি জানতে চেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এমএম/মোআ)