সিরাজদিখানে সোনার দোকানে ডাকাতি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৬:২৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানের তালতলা বাজারের আশুতোষ দত্ত জুয়েলারিতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কি পরিমাণ মালামাল নিয়ে গেছে তা জানা যায়নি।

বুধবার রাত ১টার দিকে ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তালতলা বাজারের আশুতোষ দত্ত জুয়েলারিতে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তালতলা বাজারের আশুতোষ দত্ত জুয়েলারিতে রাত ১টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল তালতলা বাজারের প্রবেশ করে বাজারের বিভিন্ন পয়েন্টে থাকা ছয়জন পাহারাদারকে বেঁধে ফেলে। আশুতোষ দত্ত জুয়েলারির প্রধান কেচিগেটের তালা কেটে ফেলে ডাকাতরা। পরে ভেতরে থাকা জুয়েলারি দোকানের চারজন কর্মচারী পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাত থেকে পলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দোকানের চার কর্মচারীকে থানায় নিয়ে আসা হয়েছে।

আশুতোষ দত্ত জুয়েলারির মালিক শুদর্শন দত্ত জানান, আমার কি পরিমাণ মালামাল ক্ষতি হয়েছে- হিসাব না করে বলতে পারব না। ১৭ জন কর্মচারী কাজ করে এ দোকানে, তার মধ্যে বুধবার রাতে চারজন দোকানে ছিল।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, রাত সোয়া তিনটার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিছি। এখনো আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :