মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলা

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৭:৩৬ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৭:১০
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির অভিযোগে দুটি মামলা করেছেন একজন নারী।

আজ বৃহস্পতিবার হাজি মমতাজ ইসলাম নামের ওই নারী ঢাকার পৃথক দুটি আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলো করেন।

বাদীর আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া জানান, মানহানির অভিযোগে দণ্ডবিধি আইনে ঢাকা সিএমএম আদালতে একটি এবং মানহানির জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে অপর দেওয়ানি মামলাটি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বাদী মমতাজ ইসলাম আনন্দবাজারে ৪ দশমিক ১৭ একর সম্পত্তির মালিক। ওই সম্পত্তি নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও ঢাকার তৎকালীন সিটি করপোরেশনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় রেলওয়ে ও সিটি করপোরেশনের বিরুদ্ধে ১৯৮৩ সালে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেন, যা বর্তমানেও বলবৎ আছে।

গত ১২ নভেম্বর মেয়র সাঈদ খোকন একটি সমন্বয় সভায় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনাকালে বলেন, আনন্দবাজার এলাকায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড স্থানান্তরের জন্য উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আনন্দবাজার রেলওয়ের জায়গায় অবস্থিত। ওই জায়গায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড স্থাপনের লক্ষ্যে শিগগির উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মেয়রের ওই বক্তব্য পরদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যেহেতু উক্ত জায়গা নিয়ে মামলা চলমান এবং আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ আছে, তাই মেয়রের এমন বক্তব্যে বাদিনীর মানহানি হয়েছে।

এখলাস উদ্দিন ভূঁইয়া বলেন, ক্ষতিপূরণের দেওয়ানি মামলা আদালত আমলে নিয়ে সমন জারি করেছেন। তবে ফৌজদারি মামলায় আদালত এখনো কোনো আদেশ দেননি।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/আরজে/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :