আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৭:৪৪

অনুপ্রবেশের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে পুলিশ আটকদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের জেলহাজতে পাঠায়।

জানা গেছে, ভারতীয় দুই নাগরিক উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের ২০২২/৬এস মেইন পিলারের পাশ দিয়ে ভারতে ফেরার চেষ্টা করে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফকিরমুড়া সীমান্ত ফাঁড়ির টহল জওয়ানরা তাদের আটক করে। তারা কয়েকদিন আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং বুধবার সন্ধ্যায় ভারতে ফিরছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে তারা জানায়।

আটকরা হলেন- ত্রিপুরা রাজ্যের রানীর বাজার জিয়ানীয়া এলাকার কানু দাসের স্ত্রী পুতুল দাস এবং তার ছেলে উদয় দাস।

বিজিবি আখাউড়া কোম্পানি সদরের কমান্ডার দ্বিপক কুমার ঘোষ জানান, ভারতীয় দুই নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :