ঝালকাঠিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫২ জেলের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:৩৬

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়ার বিষখালি নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা ইলিশ শিকারের ঘটনায় জেলে নুরজামালকে আটক করে বেঁধে মারধরের জেরে জেলে-পুলিশ সংঘর্ষে এক নারী, তিন জেলে, দুই ট্রলারচালক ও পাঁচ পুলিশসহ মোট ১১ জন আহতের ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে ১৭ জন জেলের নাম উল্লেখপূর্বক ৫২ জনের নামে বধুবার গভীর রাতে মামলা করেছেন। বাখেরগঞ্জের নিয়ামতির নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান এ মামলায় বাদী হয়েছেন।

এ মামলায় পুলিশ বুধবার রাতেই ৮নং ও ১০নং দুই আসামি শামিম ও খলিলকে গ্রেপ্তার করেছে। জেলে শামিম পালট গ্রামের কাদেরের ছেলে এবং খলিল একই গ্রামের জলিল হাওলাদারের ছেলে।

গত বুধবার সকালে বড়ইয়া গ্রামের বিষখালি নদীর বুথমারা খালের মোহনায় এ সংঘর্ষ হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন জানান, এ ঘটনায় আহত নিয়ামতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা করলে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :