মাশরাফির নেতৃত্বে খেলতে মুখিয়ে ম্যাককলাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৯

এবার প্রথমবারের মতো বিপিএলে খেলতে এসেছেন নিউজিল্যান্ড দলের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম। টি-টোয়েন্টি ক্রিকেটে ঝড় তুলতে পটু তিনি। ম্যাককলাম খেলবেন মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্সের হয়ে। আগামী শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হতে চলেছে এই কিউই ক্রিকেটারের।

মাশরাফি-ম্যাককলাম এবারই প্রথমবারের মতো একই দলে খেলবেন না। এর আগেও দু’জনের একই দলের হয়ে খেলার সুযোগ হয়েছিল। ২০০৯ সালে আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তারা। সেবার মাশরাফির অধিনায়ক ছিলেন ম্যাককলাম। এবার ম্যাককলামের অধিনায়ক মাশরাফি।

অধিনায়ক হিসাবে মাশরাফি বিন মুর্তজার খ্যাতি বিশ্বজুড়ে। ম্যাককলামও মাশরাফিতে মুগ্ধ। শুধু তাই নয়। বিপিএলে মাশরাফির নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছেন ম্যাককলাম।

ব্রেন্ডন ম্যাককলাম বলেছেন, ‘মাশরাফির সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আইপিএলে আমরা একসঙ্গে খেলেছি। এখানে এসে ওকে দেখে ভালো লেগেছে। বয়স ৩০ পার হলেও সে এখনও পুরোপুরি ফিট। ক্রিকেট বিশ্বের সবাই মাশরাফিকে সম্মান করে। তার নেতৃত্বে খেলতে আমি মুখিয়ে আছি’।

রংপুর রাইডার্স এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতে জিতেছে। এ বিষয় নিয়ে ম্যাককলাম বলেছেন, ‘তিন ম্যাচে আমাদের জয় একটি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। টুর্নামেন্টে এখনও অনেক পথ বাকি। আমাদের দলটি দারুণ। আশা করি আমরা ভালো কিছু করব’।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :