মুন্সীগঞ্জে বাল্যবিয়ে ভেঙে দিলেন ইউএনও

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:২৮

মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পঞ্চসার গ্রামে একটি বাল্যবিয়ে ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে রূপালী আক্তারের এ বাল্যবিয়ে ভেঙে দেয়া হয়। সে পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান মেয়ের বাড়িতে গিয়ে আদালত বসিয়ে এই বিয়ে ভেঙে দেন। এ সময় সঙ্গে ছিলেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (প্রোগাম অফিসার) আলেয়া ফেরদৌসী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার গ্রামের দুবাই প্রবাসী রূপচান মোল্লার নবম শ্রেণি পড়ুয়া কন্যা রূপালী আক্তারের (১৪) সাথে একই উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা গ্রামের কাজল ভুইয়ার ছেলে সানির (২০) সঙ্গে শুক্রবার (১৭ নভেম্বর) বাল্যবিয়ে হওয়ার দিন নির্ধারণ করা হয়। বিষয়টি আমরা জেনে যাওয়ায় বিয়ের দিন এগিয়ে এনে বৃহস্পতিবার ধার্য করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (প্রোগাম অফিসার) আলেয়া ফেরদৌসী ঘটনাস্থলে পৌঁছেন। পরে পুলিশ সদস্যদের নিয়ে স্থানীয় দুই মেম্বারকে সাক্ষী রেখে মেয়ের মা ও বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে ভেঙে দেয়া হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ মেয়ের বাড়িতে আসেননি।

তিনি আরও জানান, আঠারো বছরের আগে মেয়েকে বিয়ে দেয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :