কে ফেলে গেল বৃদ্ধ বাবাকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ২০:৪৬

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার ভোর থেকেই পতিত অবস্থায় দেখা গেল একজন ষাটোর্ধ্ব বৃদ্ধকে। কথা বলতে পারেন না। কিছু খেতেও পারেন না। হাঁটতে বসতে ওঠতে পারেন না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভেজা কাকের মত ভোর থেকে শহীদ মিনারের পাশ্ববর্তী মার্কেট বেইলি টাওয়ারের সামনে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে কজন লোক প্রথমে শহীদ মিনারের ভেতরে এনে একটি গাছের নিচে শুয়ে দেন।

সেখানে পড়ে থাকা অবস্থায় অনেকেই খেতে দেন। সারাদিন শহীদ মিনারে পুলিশ দায়িত্বে থাকলেও তাকে চিকিৎসার কোন ব্যবস্থা করেনি। সন্ধ্যায় কজন সংবাদকর্মীর খবরে চাষাড়া ফাঁড়ি পুলিশ এসে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়।

এর আগে শহীদ মিনারে হাজারো লোকজনের আসা-যাওয়া থাকলেও বৃদ্ধ লোকটি যেন কারো চোখেই পড়েনি।

দুপুরে একজন একটি লঙ্গি কিনে বৃদ্ধকে পরিয়ে দিয়ে যান। অনেকেই খাবার খেতে দেন। কিন্তু বৃদ্ধ খাবার খেতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের কজন জানিয়েছেন, ভোর থেকেই বেইলি টাওয়ারের সামনে বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। তবে কে বা কারা তাকে এখানে ফেলে রেখে গেল- তা জানা যায়নি।

এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যায় বৃদ্ধের কোন স্বজন খোঁজ নিয়েছে বলে জানা যায়নি।

চাষাড়া পুলিশ ফাঁড়ির এসআই মোমেন জানান, অজ্ঞাত বৃদ্ধ লোকটি সারাদিন শহীদ মিনারে পড়ে থাকতে দেখে আমি কয়েকজনের সহায়তায় খানপুর ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে দেই। তাকে এখন ৩শ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

চিকিৎকরা বলেছেন, লোকটির শরীরের অবস্থা খুবই খারাপ। তাই তাকে স্যালাইন দেয়া হয়েছে। এখনো তেমন কিছু বলা যাচ্ছে না।

হাসপাতালের চিকিৎসক তাহমিনা নাজনীনের পরিদর্শনে রয়েছেন বৃদ্ধটি।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :