ফরিদপুরে বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

বিশেষ (এই সময়) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ২০:৫০

ফরিদপুর ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। পশ্চিম পাকিস্তানের স্বৈরাচার শাসন, নিপীড়নের হাত থেকে মুক্তি পেতে দীর্ঘ ৯ মাসের যুদ্ধে ৩০ লক্ষ তাজা প্রাণ ও ২ লক্ষ মা-বোনের ইজ্বতের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পুর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) বিজয় অর্জন করে। প্রতি বছরই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে এবার ফরিদপুরে ব্যাপক কর্মসূচির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ।

বৃহস্পতিবার সকালে ১১ টায় জেলা প্রশাসকের আইসিটি সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রত্যেক সরকারি-বেসরকারি, ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন বিধি মোতাবেক হতে হবে। কোনোভাবে যেন জাতীয় পতাকা অবমাননাকরভাবে (নিচু স্থান, কোনো ছোট কাঠিতে, রং উজ্জ্বল নয় প্রভৃতি) উত্তোলন না করা হয়। সে ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, প্রত্যেক উপজেলায় শিক্ষার্থীদের সমাবেশ উপলক্ষে তাদের ট্রাক বা নসিমন-করিমনযোগে নেওয়া যাবে না। কারণ, দুর্ঘটনা ঘটতেই পারে। সুতরাং দুর্ঘটনা এড়াতে ছাত্র-ছাত্রীদের বাসযোগে আনতে হবে।

প্রস্তুতি সভায় সিদ্ধান্ত অনুযায়ী নানা কর্মসূচির মধ্যে, ভোর ৬.৩৫ মিনিটে প্রত্যেক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ৮ টায় শহরের গোয়ালচামটস্থ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী, ৮.১৫ মিনিটে বিজয় র‌্যালি, ৯ টায় শেখ জামাল স্টেডিয়ামের পাশে গণকবর জিয়ারত, ৯.৩০ মিনিটে শেখ জামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শনী, ১১টায় জসিম উদ্দিন হলে বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা হবে।

এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরও জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আগামী ২৫ ডিসেম্বর দেশব্যাপী র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনে প্রস্তুতি নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এসবি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :