লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের ১৫ নারী কর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ২১:৩৯

লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতদের দলীয় পদ-পদবী কিংবা জামায়াত শিবিরের শীর্ষ নেতাদের কারো স্বজন কিনা তা জানাতে পারেনি পুলিশ।

আটককৃতরা হলেন- রুবি বেগম, তাহেরা বেগম, হিরন বেগম, পাখি আক্তার, সালমা বেগম, তানিয়া বেগম, পিংকি আক্তার, সুমি আক্তার, বকুল বেগম, সুইটি আক্তার, বকুল, ফাতেমা বেগম, লাকি বেগম, তানিয়া ও জাহেরাসহ ১৫ জন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ১৫নারী কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্য গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :