দৌলতপুরে দুই দাদন ব্যবসায়ীকে জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৭, ২১:৪৭

কুষ্টিয়ার দৌলতপুরে চেক ও স্ট্যাম্প নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে দুই দাদন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রিফাইতপুর ইউপির নারায়ণপুর গ্রামের বিপ্লব ও হাতেম আলী নামে এই দুই দাদন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এই দুই দাদন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঋণ দেবার নামে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্লাঙ্ক চেক নিয়ে ভুক্তভোগী মানুষের সাথে প্রতারণা করে তাদের দেয়া কর্জের ৭/৮ গুণ আদায় করে আসছিল। এ ব্যাপারে অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের হাতেনাতে আটক করে। পরে দুই দাদন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :