শ্রীপুরে উদ্ধার মরদেহটি পোশাক শ্রমিকের

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৭, ১২:৪০

গাজীপুরের শ্রীপুরে উদ্ধার মরদেহটির পরিচয় জানা গেছে। তিনি একজন গার্মেন্ট শ্রমিক।

শুক্রবার সকালে শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নয়ন মিয়া নেত্রকোনার গরদী গ্রামের কালাচাঁনের ছেলে। তিনি ভাংনা হাটি এলাকায় স্থানীয় হেমস গার্মেন্টস কারখানার শ্রমিক ছিলেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার স্থানীয় মাহবুবের বাড়িতে ভাড়ায় থাকতেন নয়ন। বৃহস্পতিবার কারখানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাতে তিনি আর বাসায় ফেরেননি। শুক্রবার সকালে নূরুজ্জামান মাস্টারের বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :