বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি করি না: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৪:৩২ | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৭, ১৩:৪২
ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির কর্মসূচির এক সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সমাবেশ। বিএনপিরর পর এবার আওয়ামী লীগের জনগণের মধ্যে সমর্থনের শক্তি দেখানোর পালা। তবে একে ঠিক সেভাবে পাল্টাপাল্টি হিসেবে দেখতে নারাজ ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপির সঙ্গে তারা পাল্টাপাল্টি করেন না।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের নাগরিক সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সমাবেশ বিএনপির পাল্টা সমাবেশ কি না-এমন প্রশ্নে আওয়ামী লীগ নেতা বলেন, 'এটা পাল্টা সমাবেশ না, আমরা বিএনপির সাথে পাল্টাপাল্টি করি না। বিএনপি প্রয়োজন মনে করলে পাল্টাপাল্টি করবে, সেটা তাদের ব্যাপার।'

সাংবাদিকদেরকে কাদের বলেন, 'আপনারা এটা পাল্টাপাল্টি ভাববেন কেন? আমরা এমন মনে করি না। এটা ৭ মার্চের স্বীকৃতির সেলিব্রেশন।'

এই ময়দান থেকেই ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতা যুদ্ধের জন্য দেশবাসীকে প্রস্তুত করেছিলেন সঙ্গেবন্ধু শেখ মুজিবুর রহমান।

‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’-বঙ্গবন্ধুর এই আহ্বান সম্বলিত ভাষণটিকে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো এরই মধ্যে বিশ্ব প্রামাণ্য ঐহিত্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এই স্বীকৃতি উদযাপনের অংশ হিসেবেই সোহরাওয়ার্দী উদ্যানেই নাগরিক সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাব আওয়ামী লীগ নেতারা নানাভাবে দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কিছু বলেননি। শনিবারের সমাবেশ থেকেই জবাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সমাবেশ থেকে কী ধরনের বার্তা আসতে পারে?- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, 'এখানে সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, প্রধান অতিথি বাঙালির বিশ্বাসের প্রতিনিধি শেখ হাসিনা। তারা কী বলবেন বা বার্তা দেবেন; সেটা বলার ধৃষ্টতা আমি কেন দেখাব?।'

ইউনেস্কোতে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতির জন্য প্রস্তাব উত্থাপনকারী শিক্ষক রাবেয়া খাতুনকে সমাবেশে নিমন্ত্রণ করা হবে কি না- জানতে চাইলে কাদের বলেন, 'সবাইকে চিঠি দেয়া হচ্ছে, আজও চিঠি যাবে।’

‘আমার মনে হয় ভাষণটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের বুঝতে হবে। আমি প্রস্তাব দিলাম, তাতে কি আমি স্বীকৃতি পেলাম? কে প্রস্তাব দিলো সেটা না, স্বীকৃতিটা ভাষণের।' বলেন কাদের।

সমাবেশে জনসমাগম কেমন হবে বলে আশা করছেন-এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদ বলেন, '৭ মার্চ কেবল আওয়ামী লীগের সমাবেশ ছিল না। তেমনি কালকের সমাবেশেও সবাই আসবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায়বিশ্বাসী সবাই আসবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হারুন-অর-রশীদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/টিএ/ডব্লিউবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :