নাশকতার মামলায় ছাত্রদল সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ১৪:১৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১৪:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে। শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে বের হয়ে পুরানা পল্টনের দিকে আসছিলেন আকরাম। এ সময় পুলিশ তাকে আটক করে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক ঢাকাটাইমসকে জানান, মতিঝিল থানার একটি মামলায় তার নামে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মতিঝিল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।

পল্টন থানার ডিউটি অফিসার এসআই নিশাত জাহান ঢাকাটাইমসকে জানান, নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকার তাকে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/বিইউ/জেবি)