ষড়যন্ত্রের নির্বাচন নিয়ে ব্যস্ত আ.লীগ: মওদুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৭, ১৪:২৯

আওয়ামী লীগ যদি দেশে উন্নয়নের জোয়ার এনে থাকে, তারা যদি এতই জনপ্রিয় দল হয় তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্যাচন দিতে এত ভয় কেন এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বলেছেন, ‘তত্ত্বাবধায় না চাওয়াতেই বোঝা যাচ্ছে তারা নিরপেক্ষ নির্বাচন নয়, ষড়যন্ত্রের নির্বাচন নিয়ে ব্যস্ত।’

শুক্রবার ‍জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন। মওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এ আলোচনা সভার আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, নির্বাচনের ৯০ দিন আগে প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ৫ জানুয়ারির নির্বাচন করতে চাইলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। সহায়ক সরকার ছাড়া আগামী একাদশ জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। সংবিধান কোনো বাধা নয়, সংবিধান পরিবর্তন না করার জন্য এটাকে নিয়ে আওয়ামী লীগ নাটক করছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন আর বাংলার মাটিতে হবে না, এমন নির্বাচন করতে গেলে এবার বাংলার সাধারণ জনগণ তাদের প্রতিহত করবে। সেনা মোতায়েন ছাড়া নির্বাচন করতে চাইলে কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ আ.লীগ সরকারকে প্রতিহত করে দেশে জনগণের সরকার গঠন করা হবে।’

‘১৯৯৬ সালে আওয়ামী লীগ বলেছিল একদলীয় নির্বাচনে যাবে না’ উল্লেখ করে মওদুদ বলেন, ‘তখন খালেদা জিয়া সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেছিলেন। তাহলে এখন কেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ক্ষমতায় যাবে। আর বিএনপি পারলে আওয়ামী লীগ কেন পারবে না।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি সমঝোতার মাধ্যমে জাতীয় সংকট দূর করতে চায়। তত্ত্বাবধায়ক সরকার কেন আসছে, কারণ সরকারবিরোধী দলকে বিশ্বাস করে না, আর বিরোধী দল সরকারকে বিশ্বাস করে না।... আমরা চাই সভ্যতার চর্চা হোক, কিন্তু ক্ষমতাসীন দলকে মনে রাখতে একদলীয়ভাবে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে।’

মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে, সেই ব্যবস্থাই তারা করেছে। আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, তা ছাড়া কোনো নির্বাচন এই দেশে হবে না। আগামী নির্বাচনে সরকারের এই অনৈতিকতা, জনগণের সঙ্গে প্রতারণার হিসাব আগামী নির্বাচনে দেবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘৯৬ সালেও নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছিল বিএনপি। তখন এই প্রধানমন্ত্রী বলেছিলেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই রকম সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলে জাতি চিরদিন শেখ হাসিনাকে স্মরণ করবে।’

আলোচনা সভায় ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন স্বপন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/জিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :