ভোলায় ট্রলারডুবিতে জেলের মৃত্যু, নিখোঁজ ২

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৫:২০ | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৭, ১৫:১৩

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা-মনপুরা রুটের যাত্রীবাহী এমভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ দুর্ঘটনায় মো. গিয়াস উদ্দিন (১৭) নামে এক জেলে নিহত হন। এতে আহত হয়েছেন তিন জেলে। নিখোঁজ রয়েছেন দুইজন।

শুক্রবার ভোরে উপজেলার বড় মানিকা ইউনিয়নের আলিমউদ্দিনের বাংলাবাজারের কাছে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার বাটামারা এলাকায়।

নিখোঁজ জেলেরা হলেন- মো. কামাল ও মো. সিরাজ। আহত অবস্থায় মিজান ও শুক্কুরসহ তিন জেলেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

এ ঘটনায় নিহত জেলের পরিবার বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার জানান, ভোর ৫টার দিকে মিজান মাঝিসহ ছয় জেলে মেঘনায় ইলিশ শিকার করছিলেন। এ সময় ঢাকা থেকে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী এমভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় জেলেদের ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া তিন জেলে ও নিহত জেলের লাশ উদ্ধার করা হয়। বাকি দুই জেলেকে এখনও পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :