দর্শকদের মন ভরাতে চান গেইল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:৩১

আজ ঢাকায় এসেছেন টি-টোয়েন্টি মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই ক্যারিবিয়ান। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামতে পারেন গেইল।

তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টি-টোয়েন্টির এই হার্ডহিটার। বিপিএলে ভালো কিছু করার আশা গেইলের। ‘ভালো লাগছে আবার বাংলাদেশে ফিরে বিপিএলের অংশ হতে পেরে। আরেকটি নতুন দলের হয়ে শুরুর অপেক্ষা আছি, আগামীকাল প্রথম ম্যাচ। আশা করছি ভালোভাবে শুরু করে আমরা জয়ের পথে ফিরতে পারব।’

‘আমরা সবাই জানি ম্যাককালাম কতটা আগ্রাসী হতে পারে। এর আগে আইপিএলে আমরা এক সাথে খেলেছি। ওর সঙ্গে ওপেন করতে পারাটা দারুণ একটা ব্যাপার। মাঠে নামলেই অনেকে আমাদের কাছ থেকে ধুন্ধুমার কিছু চাইবে। কাজটা কঠিন, তবে আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের ওপর চাপও অনেক। আশা করি, আমরা ভালো কিছু করতে পারব।’ মন্তব্য গেইলের।

গেইল আশাবাদী দর্শকদের মন ভরাতে পারবেন তিনি। ‘খুব ভালো হবে যদি আমরা শুরুটা ভালো করতে পারি, অনেক বাউন্ডারি মারতে পারলে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হবে। আমি প্রস্তুত। বেশিরভাগ সময় ব্যাট হাতে আমার মাঠে যাওয়ার উদ্দেশ্য থাকে ভক্তদের বিনোদন দেওয়ার। তারা অনেক টাকা খরচ করে বিনোদন পাওয়ার জন্য মাঠে আসে। মাঝেমধ্যে আমাকে ভুগতে হয়, খুব বেশি ছক্কা মারতে পারি না। যখন এটা আসে, তখন সবাই খুশি হয়।’

বিপিএলেই গেইল ১১ হাজার রানের মাইলফলকটা ছুঁয়ে ফেলবেন কি-না, এমন প্রশ্নের উত্তরে গেইল বলেন, ‘আর কত রান হলে ১১ হাজার পূর্ণ হবে আমার জানা নেই। কিন্তু এখানে নয়টা ম্যাচ আছে। এখন ছন্দে ফেরাটাই আসল ব্যাপার। আমি এই কন্ডিশনের সঙ্গে পরিচিত। এখন আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্যও প্রস্তুত।’

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে ১১ হাজার রান পূর্ণ হতে গেইলের প্রয়োজন আর ৪২৯ রান। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে গেইল খেলেছেন ৩০৯টি ম্যাচ। ঝুলিতে পুরেছেন ১০৫৭১ রান। যার মধ্যে আছে সবচেয়ে বেশি, ১৮টি শতক।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :