নড়াইলে গৃহবধূ নির্যাতন মামলার আসামিদের গ্রেপ্তার দাবি

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ১৯:৩১

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নড়াইলের নড়াগাতি থানার মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামে গৃহবধূ তাসলিমা নাসরিন নির্যাতন মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার দুপুরে নড়াগাতির মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামে এ মানববন্ধন হয়।

বক্তব্য দেন- নির্যাতিত গৃহবধূ তাসলিমা নাসরিন, হাসনাত শেখ, হাসিয়ারা বেগম প্রমুখ।

মামলার বিবরণে জানা যায়, প্রায় দুই বছর আগে নড়াইলের নড়াগাতি থানার মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামের হেমায়েত হোসেন চৌধুরীর মেয়ে তাসলিমা নাসরিনকে একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শেখ হাদিউজ্জামানের সাথে বিয়ে হয়। বিয়ের পর হাদিউজ্জামান তাসলিমার কাছে বিভিন্ন সময়ে যৌতুক দাবি করলে তাকে দুই লাখ টাকা দেয়া হয়। এরপর বিদেশে যাওয়ার কথা বলে হাদিউজ্জামান সম্প্রতি পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১০ অক্টোবর রাত ৮টার দিকে হাদিউজ্জামান ও তার পরিবারের লোকজন তাসলিমার বাবার বাড়িতে এসে তাসলিমাকে মারধর করে। এমনকি হাদিউজ্জামান তাসলিমার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়েছে।

এ ঘটনায় ১২ অক্টোবর স্বামী হাদিউজ্জামানসহ পাঁচজনকে আসামি করে নড়াইলের নড়াগাতি থানায় মামলা করেন গৃহবধূ তাসলিমা নাসরিন। তবে, এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) রজব আলী বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)