রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ২০:০২

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

অব্যাহত লোকসানের বোঝা নিয়ে রাজশাহী চিনিকলে চলতি অর্থবছরের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আশফাকুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুন্নেশা, রাজশাহী আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেসবাউল ইসলাম মানু প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী চিনিকল সূত্র জানায়, এবার চিনি আহরণের অনুপাত ধরা হয়েছে সাত দশমিক ২৫ শতাংশ। এবার মিলগেটে চাষিরা প্রতি মণ আখের দাম পাচ্ছেন ১২৫ টাকা। এ বছর এক লাখ ১০ হাজার মেট্টিক টন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে।

লক্ষমাত্রা অর্জিত হলে এ থেকে চিনি উৎপাদন হবে সাত হাজার ২৫০ মেট্টিক টন। রাজশাহী মিলজানে এবার ১১ হাজার একর জমিতে আখ চাষ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/জেডএ)