খুলনায় অপহরণের নয় দিন পর ব্যবসায়ী উদ্ধার

ব্যুরো প্রধান, খুলনা
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৭, ২১:৩৯

খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার হরিহরপুর গ্রাম থেকে জ্যোতিষ মাহাতো (৪৫) নামে এক ঘের ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার নয় দিন পর শুক্রবার উদ্ধার করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঢাকাটাইমসকে জানান, তিনি এবং এসআই (নি.)কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আড়াইটার দিকে মহেশ্বরীপুর ইউনিয়নের কয়রা ফরেস্ট অফিসের আওতাধীন মটের খালের পূর্ব পাড়ে অভিযান চালান। ভোরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাদের ব্যবহৃত নৌকা ফেলে রেখে গহিন সুন্দরবনের অভ্যন্তরে পালিয়ে যায়। অপহরণকারীদের ফেলে যাওয়া কাঠের নৌকার মধ্যে তল্লাশি করে নৌকা থেকে অক্ষত অবস্থায় অপহৃত জ্যোতিষ প্রসাদ মাহাতোকে উদ্ধার করা হয়।

গত ৮ নভেম্বর রাত ৩টার দিকে কথিত র‌্যাব ও কোস্টগার্ডের পরিচয় দিয়ে জ্যোতিষ প্রসাদ মাহাতোকে অপহরণ করে বনদস্যুরা। এসময়ে ডাকাতদের গুলিতে আহত হন জ্যোতিষের ভাই ধীরেস মাহাতো।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এসএএইচ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :