শ্রীনগর হানাদারমুক্ত দিবস পালিত

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ২২:৪৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের শ্রীনগরে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশ হয়।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন থানা সংলগ্ন সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কার্যালয়ের পশ্চিম পাশে বালুর মাঠে এসে শেষ হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শামসুদ্দিনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন খাঁন, জয়নাল আবেদীন।

এসময় বক্তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে সহযোদ্ধাদের সাথে নিয়ে ১৯৭১ সালের ১৭ নভেম্বর শ্রীনগর হানাদারমুক্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)