প্লে স্টোর থেকে সরানো হলো ইউসি ব্রাউজার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ০৯:৪৮

প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার সরিয়ে দিল গুগল। অনেকেই এর আগে গুগল প্লে স্টোরে ইউসি ব্রাউজার পাচ্ছেন না বলে রিপোর্ট করছিলেন। যদিও আলিবাবার এই মোবাইল ব্রাউজার প্লে স্টোরে আর নেই, তবে ইউসি ওয়েবের অন্যান্য অ্যাপ্লিকেশন যেমন ইউসি ব্রাউজার মিনি বা ইউসি নিউজ রয়েছে প্লে স্টোরে। মোবাইলে ইউসি ব্রাউজার বেশ জনপ্রিয়।

ইউসি ব্রাউজারের বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ ছিল তার তথ্য পাচার করছে। তবে এই কারণেই যে শুধু এই ব্রাউজার বন্ধ করা হয়েছে, তা নাও হতে পারে।

ইউসি ব্রাউজারের কর্মচারী মাইক রস টুইট করেছেন, ৩০ দিনের জন্য প্লে স্টোর থেকে ব্রাউজার রিমুভ করা হয়েছে। অভিযোগ, এটি ডাউনলোড বাড়ানোর জন্য অনৈতিক, অস্বাস্থ্যকর পন্থা অবলম্বন করছিল।

ইউসি ব্রাউজারের বিরুদ্ধে এ রকম অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। আগস্টেই এর বিরুদ্ধে ডেটা চুরির অভিযোগ উঠেছিল। এরকমও রিপোর্ট শোনা গিয়েছিল, এই ব্রাউজারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তা হয়ত হয়নি, তবে নাম খারাপ হয়েছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা