হোয়াটসঅ্যাপে ভয়েস কল ভিডিও কলে পরিবর্তনের সুযোগ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ১০:০৭

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার দারুণ খবর। দারুণ একটি ফিচার নিয়ে এল ফেসবুক পরিচালিত জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এবার মুহূর্তের মধ্যে হোয়াটস অ্যাপে ভয়েস থেকে ভিডিও কলে পরিবর্তন করা যাবে।

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটস অ্যাপ অসাধারণ একটি ফিচার নিয়ে আসছে। হোয়াটস অ্যাপে যোগ হচ্ছে নতুন একটি বাটন। এর মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে ভয়েস কল থেকে ভিডিও কলকে পরিবর্তন করতে পারবেন।

যদি ব্যবহারকারীরা চান, তাহলে ভিডিও কল রিজেক্টও করতে পারবেন তারা। যদিও হোয়াটস অ্যাপের এই ফিচারের কাজ এখনও চলছে। এরই সঙ্গে একটি ভিডিও কীভাবে মিউট করে দেওয়া যায়, তারও কাজ চালাচ্ছে হোয়াটস অ্যাপ। খবর এমনটাই।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের জন্য সম্প্রতি নতুন বেশ কয়েকটি ফিচার নিয়ে এসেছে হোয়াটস অ্যাপ। ডিলিট ফর এভরিওয়ান ফিচারের মাধ্যমে আপনি পাঠিয়ে দেওয়া মেসেজ মুছে ফেলতে পারবেন।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :