ইবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ২

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৭, ১০:২৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৭, ১০:৩৯

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের দুই কর্মী আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ক্যাম্পাসের নিকটস্থ শেখপাড়া বাজারে এই সংঘর্ষ হয়।

জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে শেখপাড়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মিছিলটি শেখপাড়া বাজার পার হয়ে ইবি থানা গেটের দিকে আসলে ছাত্রলীগ কর্মীরা তাদের ধাওয়া করে। পুরে উভয় দলের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

উভয়দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় মাহবুবুর রহমান ও কামরুল ইসলাম নামে ছাত্রদলের দুই কর্মী আহত হন। তাদের শৈলকুপা হাসপাতালে নেয়া হয়েছে। সংঘর্ষের পর দুই দলের নেতাকর্মীরা চলে গেলে পরিস্থিত স্বাভাবিক হয়ে আসে।

ইবি শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিলাম। এতে ছাত্রলীগ বাধা দিলে আমাদের দুই কর্মী আহত হন। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন,‘ছাত্রদল ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। আমরা তাদের প্রতিহত করেছি। তবে মিছিলে আমাদের কেউ আহত হয়নি।’

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, ঘটনাস্থলে আমার থানা এলাকায় পড়ে না। এটি শৈলকূপা থানায় পড়ে। তাই এ বিষয়ে আমি কিছু জানি না।

এ ব্যাপারে শৈলকূপা থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/প্রতিনিধি/এমআর