গান শোনা যাবে হোন্ডা মোটরসাইকেলে

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ১০:২৯

বিশ্বের প্রথম সাউন্ড সিস্টেম সমৃদ্ধ বাইক আনলো হোন্ডা। হুন্ডার টুরিং মোটরসাইকেল গোল্ড উইংয়ের ২০১৮ ভার্সনে আপডেট করা হয়েছে এই পরিসেবা। এতে অ্যাপলের ইফোটেইনমেন্ট সিস্টেম সংযোগ করা হয়েছে।

মোটর সাইকেলের সাউন্ড সিস্টেমে কিছু প্রকারভেদ রয়েছে। মোটরসাইকেল আরোহী তার বাইকের হাতলের মাঝখানে সাত ইঞ্চি এলসিডি পর্দায় কারপ্লে’র সকল তথ্য দেখতে পাবেন। এক্ষেত্রে গ্রাহককে ইউএসবি কেবল দিয়ে আইফোন যুক্ত করে এর সঙ্গে ব্লুটুথ হেডফোন কানেক্ট করতে হবে। তবে গ্রাহক চাইলে হেলম্যাটের বিল্টইন হেডফোনও এতে ব্যবহার করতে পারবেন।

সাত ইঞ্চি পর্দাটি টাচস্ক্রিন না হওয়ায় স্পর্শ করে হুন্ডার এই কারপ্লে নিয়ন্ত্রণ করা যাবে না। এর পরিবর্তে হ্যান্ডলবার বা ট্যাংকের ওপর থাকা দিক নির্দেশনাকারী প্যাড দিয়ে এটি নিয়ন্ত্রণ করতে হবে। শুধু হুন্ডাই নয়, ইতিমধ্যে ৫০টি বাইক নির্মাণ সংস্থার সঙ্গে এই সাউন্ড সিস্টেম বসানোর বিষয়ে চুক্তি হয়েছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :