স্পোটি লুকে এলো ইয়ামাহা এসজেড-আরআর ভার্সন টু

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৭, ১২:১৮

স্পোর্টস ও অ্যাডভেঞ্চার ঘরানার বাইক ইয়ামাহা এসজেড-আরআর-এর ভার্সন টু বাজারে এলো। ব্লুকোর ইঞ্জিন সমৃদ্ধ এই বাইকটি কম তেলে বেশি মাইলেজ দেবে।

এসজেড-আরআর ভার্সন টু পাওয়া যাবে দুইটি রঙে। এগুলো হলো-বিস্ট ব্ল্যাক এবং প্রিডেটর সায়ান। ভার্সন টুর মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। এছাড়াও এসজেড আর আর এর স্পেশাল এডিশন পাওয়া যাচ্ছে ম্যাট গ্রিনে রঙে। এর মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা।

স্পোর্টি টাইপের বাইক ইয়ামাহা এসজেড আরআর ভার্সন টুর লুক শার্প এবং আক্রমণাত্মক। যা তরুণদের আকর্ষণ করবে। এর হেডলাইট, ফুয়েল ট্যাঙ্ক, প্যানেলস এবং টেল লাইট ও তীক্ষ্ণ। ফুয়েল ট্যাংকে আকর্ষণীয় কার্ভ এর সাথে রয়েছে প্লাস্টিক এর স্কুপ। এসজেড আরআর এর হেড লাইট শার্প এবং এক্সহস্ট পাইপ দেখতে কামানের ব্যারেল এর মত। এসজেড আরআর এর টেল লাইট ডাবল পিস এবং গ্র্যাবরেইল স্প্লিট করা।

এসজে-আরআর এর সামনের ব্রেক হচ্ছে ডিস্ক ব্রেক আর পেছনে আছে ড্রামব্রেক। এতে রয়েছে স্প্রিং লোডেড সুইং আর্মবিশিষ্ট ডাবল সাসপেনশন।

বাইকটিতে আছে ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন। এর ম্যাক্সিমাম পাওয়ার ১২.১বিএইচপি@৭৫০০ আরপিএম। টর্ক ১২.৮ এনএম।

সিডিআই ইগনিশন সিস্টেম ইঞ্জিনের এই বাইকটি ইলেকট্রিক ও কিক দুভাবেই স্টার্ট করা যায়।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :